বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবী নিহত

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আরাফাত (২৮)। তিনি একই এলাকার মুক্তিযোদ্ধা মাষ্টার ছৈয়দ করিমের ছেলে এবং কক্সবাজার জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, শুক্রবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়িতে মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একেএ