ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বিএনপি কার্যালয়ে ছাত্রদলের হামলা!


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৯

ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। নগরের নিউমার্কেট এলাকায় বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালনের পরপরই এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি থেকে অব্যাহতি প্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার এবং পটিয়া থানা ছাত্রদল সভাপতি জমির উদ্দিন মানিকের নেতৃত্বে চট্টগ্রাম জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।

সম্প্রতি দক্ষিণ জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে দু’পক্ষের বিরোধের মধ্যেই পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ ভাঙচুর চালান।

আইএমটি