বান্ধবী নিয়ে আড্ডা দেওয়ায় কলেজছাত্রের কারাদণ্ড

বরিশাল জেলা প্রশাসকের বাংলোর সামনে লেকের পাড়ে কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়ার অভিযোগে মো. হিরা (১৭) নামে এক কিশোরকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরোও ৫ ছাত্রীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বজয়দেব চক্রবর্তী মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. হিরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, ক্লাস ফাঁকি দিয়ে হিরা নামে ওই যুবক তার কিছু বান্ধবী নিয়ে ডিসির লেকে আড্ডা দিচ্ছিল। পরে ওই কিশোরকে কারাদণ্ড এবং ওই ছাত্রীদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
আইএমটি