ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকাণ্ড


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৯

নারায়ণগঞ্জে ফতুল্লা পোস্ট অফিস রোডে হোসেন টায়ার নামে এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মঞ্জুর কাদের (পিপিএম) আগুনের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ঢাকার দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আইএমটি