ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৪

চট্টগ্রামে পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ ২ জন নিহত হন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মিরসরাই জোরারগঞ্জের মাস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাভার্ডভ্যানের চালক কবির হোসেন (৪০) এবং অন্য জনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এ ঘটনায় গৌতম (১৮) নামে আরেক জন আহত হয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার ফজলুল হক বলেন, ঢাকামূখী ২টি পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ ২ জন নিহত হন। একটি কাভার্ডভ্যানের পেছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

আইএমটি