ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কেউ সংসদে বিদ্যুৎ বিভ্রাটের দায় নিচ্ছে না


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৩

বাংলাদেশের জাতীয় সংসদে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি দুটিকে অধিকতর তদন্তের মাধ্যমে দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে নজিরবিহীন এই ঘটনার দায় কেউ নিতে চাচ্ছে না। প্রতিষ্ঠানগুলো একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।

একটি তদন্ত কমিটি করা হয়েছে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ফয়জুল আমীনকে প্রধান করে এবং চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডিপিডিসির পরিচালক (অপারেশন) এ টি এম হারুনুর রশীদকে প্রধান করে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর)জাতীয় সংসদে বিদ্যুৎ বিভ্রাট হলে নেমে আসে অন্ধকার। বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরুর ১৫ মিনিট আগে বিদ্যুৎ চলে যাওয়ার পরও সেখানে লাইন না দিতে পারায় সংসদের বেশির ভাগ ব্লক অন্ধকার হয়ে যায়। এ জন্য ১৫ মিনিট পরে অধিবেশনও শুরু হয়। তবে জেনারেটর দিয়ে কিছু কিছু ব্লকে আলোর ব্যবস্থা করা হয়। এভাবে প্রায় ১ঘণ্টা অধিবেশন চলার পর বুধবার বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ বিষয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎগ্রিডের মাধ্যমে। কিন্তু ওই কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দেয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এ জন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়।’

সংসদ কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার অল্পক্ষণ পর চলে আসলেও সংসদের লাইন দেয়া যাচ্ছিল না। বারবার কেটে যাচ্ছিল। এ জন্য কর্মকর্তারা এখন আর লাইন দেয়ার সাহস পাচ্ছেন না। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেয়া হবে।

সংসদ ভবনে ঘুরে দেখা গেছে সংসদের চিফ হুইপ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কয়েকটি রুমে মোবাইলের আলো দিয়ে জরুরি কাজ করছেন। পরে অবশ্য সন্ধ্যা ৭টায় সংসদের বিদ্যুৎ আসে।

এ বিষয়ে ডিপিডিসির প্রকৌশল বিভাগের নির্বাহী পরিচালক মো. রমিজ উদ্দিন সরকার জানান, ‘মেঘনা ঘাটের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ট্রিপ করায় পিজিসিবির আমিনবাজারের ১৩২ কেভি গ্রিড লাইন ‘ট্রিপ’ করে। এতে আমিন বাজার থেকে সংসদ ভবনে আসা ডিপিডিসির লাইনটিতে লো ভোল্টেজের সমস্যা হয়। এরপর সে বিদ্যুৎ সংসদ ভবনে আসার পর সেখানেও সমস্যা হয়, যার ফলে ডিপিডিসির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু হয়ে যায়। ডিপিডিসির কোনো সমস্যা ছিল না।’