ঝিনাইদহে আন্তঃস্কুল ক্রীড়ায় ফজর আলী স্কুল চ্যাম্পিয়ন

ঝিনাইদহ জেলা পর্যায়ে ৪৭তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদরাসা ও ভোকেশনাল ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ নিউ একাডেমি হাইস্কুল মাঠে বালিকা কাবাডি ও হ্যান্ডবল বিভাগে ঝিনাইদহ সদর উপজেলার ফজর আলী গার্লস হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বালিকাদের কাবাডি বিভাগের ফাইনাল খেলায় ফজর আলী গার্লস হাইস্কুল দল ১৮-৩ পয়েন্টে শৈলকুপা উপজেলার মন্তেজার রহমান মিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
এদিকে বালিকা হ্যান্ডবল বিভাগের ফাইনাল খেলায় ফজর আলী গার্লস হাইস্কুল ৭-০ গোলে হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।
ফজর আলী গার্লস হাইস্কুলের পক্ষে জয়ীতা ৪টি ও শিউলি ৩টি করে গোল দিয়েছেন। ফজর আলী গার্লস হাইস্কুল জেলা পর্যায়ে কাবাডি ও হ্যান্ডবল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী ২১শে সেপ্টেম্বর’১৮ খুলনায় অনুষ্ঠেয় খুলনা বিভাগীয় জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার পক্ষে
প্রতিনিধিত্ব করবে।
ফজর আলী গার্লস হাইস্কুলের বালিকা খেলোয়াড়বৃন্দ হলেন জয়ীতা, শিউলি, রিভা, কুলসুম, নাদিরা, সুরাইয়া বড়, রিয়া, স্নিগ্ধা, নুপুর, সুরাইয়া ছোট ও লিমা।
বুধবার (১২ সেপ্টেম্বর) গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিন।
একেএ