ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


তালতলীতে মাদ্রাসা শিক্ষকসহ ৬ জুয়াড়ি গ্রেফতার


১১ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪০

বরগুনা
বরগুনা জেলার তালতলী উপজেলায় সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে জুয়ার আসর থেকে মাদ্রাসা শিক্ষকসহ ছয় জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
এ সময় জুয়ায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ নগদ টাকা জব্দ করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীর হাটের রুহুল আমিনের দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় জনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২ হাজার ৩০০ টাকা জব্দ করে।
 
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের রুহুল আমিন, হারুন অর রশিদ, মোঃ রফিক ফকির, উত্তর গাব্বাড়ীয়া গ্রামের আব্দুল সালাম তালুকদার, মৌপাড়া গ্রামের মোস্তফা কামাল ও চন্দনতলা মাদ্রাসার শিক্ষক মোঃ বশির আহম্মেদ। পরে রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করে।
 
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
একেএ