ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে মাদক বিরোধী শপথ গ্রহণ


১১ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৫

‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। 
 
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। 
 
এতে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকতারা বক্তব্য রাখেন।
 
বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা ও মাদকমুক্ত দেশ গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।
 
পরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
 
একেএ