ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় পুলিশ অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:২২

সাতক্ষীরায় পুলিশ অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় বন্দুক ও দুটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পুলিশের এ অভিযানে চালায়। তখনই দেশীয় বন্দুক ও দুটি হাত বোমা উদ্ধার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলে মনিরুল ইসলাম ওরফে চামরা মনি (১৮) বাড়ি তল্লাশি করে খাটের নিচে থেকে একটি বন্দুক, ও তার সহোদর মফিজুল ইসলামের (৩৫) এর ঘরের পাশে পুকুর পাড়ে প্লাষ্টিক ব্যাগে রাখা দুটি তাজা বোমা উদ্ধার করেন। এঘটনায় মনিরুল ও মফিজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আরআইএস