ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নবগঙ্গাকে বাঁচাতে অভিযান


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৩

নদীর পানিপ্রবাহ বহমান রাখতে ঝিনাইদহের নবগঙ্গা নদীর কচুরীপানা অপসারণ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, নবগঙ্গাকে বাঁচাতে ও নদীর পানি প্রবাহ বাধামুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, ঝিনাইদহ শহরের উপর দিয়ে প্রবাহিত প্রায় ৫ কিলোমিটার এলাকার কচুরিপনা পরিস্কার করা হবে। এতে নবগঙ্গা নদীর শ্রোতধারা ঠিক থাকবে। সেই সাথে নদীর পরিবেশ ফিরে আসবে।

এসময় উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম মুনিম লিংকন, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, স্কাউট কমিশনার আবু বক্কারসহ গ্রাম পুলিশ, স্কাউট সদস্যবৃন্দ কয়েকটি মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএমএন