ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দুই দিনেও কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি: রিজভী


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেখা করার পর দুই দিন পার হয়ে গেলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১১সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন ।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তার সুচিকিৎসার কোন ব্যবস্থা নেয়নি সরকার। তার ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন দ্রুত বেগম জিয়ার চিকিৎসা না দেয়া হলে বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতি যাচ্ছে।

তাঁর চিকিৎসা নিয়ে ছলচাতুরী চলছে এবং কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। আমি দলের পক্ষ থেকে কাল বিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গতকাল দেশব্যাপি মানববন্ধন পালনকালে পুলিশ ব্যাপক ধরপাকড়, নির্বিচারে গ্রেপ্তার ও হামলা করার পরও সকল বাধা উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি সফল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসুচি পালন করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার, তারপরও যথাযথ কর্তৃপক্ষের অর্থাৎ পুলিশের অনুমোদন নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচি পালন করলেও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ন্যাক্কারনজনক।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। মামলা ও গ্রেপ্তার- গতকালও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিককে গতকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজ না পাওয়ায় তার পরিবার ও বিএনপি’র সকল নেতাকর্মী গভীরভাবে উদ্বেগাকুল ও উৎকন্ঠিত। নিশ্চয়ই তিনি সরকারী কোন বাহিনীর নিকটই আছে। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য জোর দাবি জানাচ্ছি।

রিজভী সংবাদ সম্মেলন আহ্বান জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা সদর ও মহানগরে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘প্রতীক অনশন’ পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে ‘প্রতীক অনশন’ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া, আগামীকালের পূর্বঘোষিত অনশন কর্মসূচির অনুমতির জন্য ডিএমপি কমিশনার কার্যালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যান। তারা এখনো ডিএমপিতেই অবস্থান করছেন।

আইএমটি