ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৭

প্রতীকী ছবি

বেনাপোল পাটবাড়ি মন্দির সংলগ্ম ময়না খাতুন (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিশেষ সূত্র থেকে জানা যায়, ময়না খাতুনের সাথে পাশের বাড়ি সজল হোসেন (২৪) এর সাথে প্রেম সর্ম্পক গড়ে ওঠে।
রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়না খাতুনের সাথে প্রেমিক সজন শারিরীক সর্ম্পক করতে গেলে তার শ্বশুর নুর ইসলাম ও শাশুড়ী নাজমা বেগম হাতে নাতে ধরে ফেলায় পরিবারে অশান্তি সৃষ্টি হতে থাকে।

এর জের ধরে, ময়না খাতুন গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিষপান করলে শ্বশুর-শাশুড়ী তাকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসার মাধ্যমে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর থেকে প্রেমিক সজন পলাতক রয়েছে।

এসএমএন