নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ইব্রাহিম সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম মরা যান। এ সময় বন্দর থানা পুলিশের এসআই সাইয়াদুল ও এএসআই ইলিয়াছ খান আহত হন।
আইএমটি