ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


চুয়াডাঙ্গায় ২১ লাখ টাকার সোনার গহনা আটক


২৫ এপ্রিল ২০১৯ ০৫:৪৪

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গহেশপুর সীমান্ত থেকে প্রায় ২১ লক্ষ টাকার স্বর্ণে বিভিন্ন ধরনের গহনা আটক করেছে খালিপুর ৫৮ বিজিবি। বুধবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে এগুলো আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবি’র পরিচালক তাজুল ইসলাম বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ বুধবার সকালে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপি’র টহল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পিচ মোড়ের নিকট (হেলিপ্যাডের পাশে) ভারত হতে বাংলাদেশে আসার সময় চোরাকারবারীদের ধাওয়া করে।

এ সময় চোরাকারবারীরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক পরিত্যক্ত ব্যাগটি খোলার পর বিভিন্ন প্রকার স্বর্ণের তৈরি গহনা (আংটি-১০২ টি, চুরি-১০টি, কানের দুল- ১৪ জোড়া, চেইন-০৪ টি) সর্বমোট ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২০,৯০,৭০৬/- (বিশ লক্ষ নব্বই হাজার সাতশত ছয়) টাকা মাত্র। আটককৃত স্বর্ণালঙ্কার চুয়াডাংগা জেলার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান বিজিবি’র এ কর্মকর্তা।