ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মাকে পেটানোয় পুত্রের কারাদণ্ড


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০

কুড়িগ্রামে উলিপুরে ৮ শতক জমির জন্য মাকে পেটানোর অপরাধে জসিম উদ্দিন (২০) নামে এক পুত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

রোববার (৯ সেপ্টম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এর কার্যালয়ে আদালত বসিয়ে তাকে এ শাস্তি দেয়া হয়।

জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন গ্রামের নূর জামাল (৫০) এর স্ত্রী জরিনা বেগম (৪৫) এর নামীয় বাড়িভিটার জমি লিখে দেয়ার জন্য অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল তাদের পাষণ্ড পুত্র। ‘মা’জরিনা বেগম নির্যাতন সইতে না পেরে এক বছর আগে বাবার বাড়িতে চলে যান।

রোববার সকালে একটি এনজিও কিস্তি টাকা দিতে আসলে তার একমাত্র পূত্র জসিম উদ্দিন (২০) মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় রড দিয়ে মা কে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেই সাথে পাষণ্ড ছেলেকে পুলিশে সোপর্দ করেন।

আসামিকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

এসএমএন