মধুপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

মধুপুর করেসপন্ডেন্ট
টাঙ্গাইলের মধুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
মানববন্ধনে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, এ ঘটনায় আমরা লজ্জিত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে (১৫) স্কুলে আসা ও যাওয়া পথে উপজেলার মহিষমারা গ্রামের মো. হযরত আলীর ছেলে আরিফ হোসেন (২০), আয়েন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও মৃত আ. রশিদের ছেলে শফিকুল ইসলাম (৩২) নামে তিন বখাটে উত্ত্যক্ত করত।
গত ১৫ আগস্ট সকাল ১১টার দিকে ওই স্কুলছাত্রী পাশের গ্রামে ফুফুর বাড়িতে যাওয়ার পথে মহিষমারা গ্রামের সিংহমারীর একটি বাগানে নিয়ে ওই তিন বখাটে যুবক হাত-মুখ বেঁধে পর্যায়ক্রমে গণধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর স্কুলছাত্রীর বাবা মামলা করার প্রস্তুতি নিলে স্থানীয় প্রভাবশালীরা মীমাংসার নামে সময়ক্ষেপণ করে।
পরে ঘটনার ১৯ দিন পর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিন বখাটের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বলেন, গণধর্ষণের মামলাটি সর্বাধিক গুরুত দিয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইএমটি