ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বিপদসীমার  ওপরে বইছে তিস্তার পানি


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় এই পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাত ১১টা দিকে তা ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায় তিস্তার পানি।

তার আগে রাত (৫২ দশমিক ৭৫ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হয় পনি। যা রাত ১১টায় আরো ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়। বিষয়টি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী।

তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বালির বাঁধটি হুমকির মুখে পড়েছে। এরইমধ্যে বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
এটি নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়খড়িবাড়ি এলাকায় অবস্থিত।

পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝুঁনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা ফরেস্টের চর ও পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিঙ্গের চরের বসতভিটায় এখন বন্যার পানি বইছে। প্রাণ বাঁচাতে তিস্তা নদীর ডান তীর বাঁধ ও উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন।

অপরদিকে জেলার জলঢাকা উপজেলায় বিভিন্ন চরবেষ্টিত গ্রামগুলোতে বন্যার পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে।

এসএমএন