ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে বিদেশী বন্দুক উদ্ধার


১১ সেপ্টেম্বর ২০১৮ ০১:১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে একটি বিদেশী বন্দুক উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এ বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক যায়নি।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী পশ্চিমপাড়ায় অভিযান চালালে দুর্বৃত্তরা পাকা রাস্তার উপর একটি বন্দুক ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

একেএ