ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ট্রাক চাপায় গেল বৃদ্ধের প্রাণ


১১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম জলিল শিকদার (৭০)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেন্দ্রী গ্রামের মৃত আদেল উদ্দিনের ছেলে।

ভাংগা হাইওয়ে থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, রোববার দুপুরে রাগদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক জলিল শিকদার (৭০) ও এছাহাক মোল্লাকে (৭৫) চাপা দেয়। এতে তারা গুরুতরভাবে আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল শিকদারকে মৃত ঘোষণা করেন।

একেএ