ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পুকুরে ডুবে শিশুর মৃত্যু


১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাসকিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
শিশু তাসকিন দেবতলা গ্রামের সেলিম হোসেনের ছেলে।
 
শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তাসকিন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 
একেএ