তালতলীতে গৃহবধূকে গণধর্ষণ

বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেশী দুই যুবক রোববার (৯সেপ্টেম্বর) দুপুরে ঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। রাত আটটার দিকে গৃহবধূকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় কাজ করেন। আড়াই বছরের শিশু সন্তান নিয়ে তিনি বাবার বাড়ির কাছেই বসবাস করেন। রোববার দুপুরে রান্না শেষে বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে প্রতিবেশী আরিফ খান (২৩) ও নুরুল হক (২৫) নামের দুই যুবক বাড়িতে প্রবেশ করে। আরিফ খান আটকানো খড়ের দরজা ঠেলে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ করে। এসময় নুরুল হক দরজায় পাহারার দায়িত্বে ছিল।
ধস্তাধস্তির এক পর্যায়ে শিশু সন্তানের ঘুম ভেঙে গেলে কান্না-চিৎকার শুরু করে। টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ ও নুরুল হক পালিয়ে যায়। পরে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নীহার রঞ্জন বৈদ্য জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে। তাকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে গৃহবধূর খোঁজ খবর নিয়েছে। আমি তালতলী থানা কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছি। তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একেএ