কালীগঞ্জে শুকনো ঢাল কেটে ফেলার সিদ্ধান্ত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় কালীগঞ্জ-যশোর ওকালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের দুপাশে থাকা শতবর্ষী কড়াই গাছের শুকনো ডাল কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর শহরের নতুন বাজারে এলাকা থেকে গাছের শুকনো ঢাল মাথায় পড়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রউফের স্ত্রী ফাহমিদা বেগম নিহত হন। সোমবার সকালে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হলে শুকনো ঢালগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হুসাইন সাফায়াত, ইউপি চেয়রম্যান নজরুল ইসলাম, মহিদুল ইসলাম মন্টু, আয়ুব হোসেন, সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় আরো বলা হয়, রাস্তার উপর বাস-ট্রাক রাখায় যানযট ও দুর্ঘটনা বাড়ছে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
এসএমএন