ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ভালুকায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী


১০ এপ্রিল ২০১৯ ২২:২৬

ভালুকায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী

ময়মনসিংহের ভালুকায় এপ্রিল ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ।  বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মার নেতৃত্বে সুধীজন, সাংবাদিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা- কর্মচারী এবং নানা পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর সদর বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা মুক্ত মঞ্চে সংক্ষিত বক্তৃতা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা। বক্তৃতা তিনি বলেন যে কোন মূল্যে ভালুকা উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিস দূর্নিতি ও দালাল মুক্ত করবো।

তিনি আরো বলেন আপনারা যে কোন সমস্যা পরলে সরাসরি আমার কাছে আসবেন আর ভূমি সেবা নেয়ার জন্য নায়েব সাহেবদের কাছে যাবেন, আপনার কোন তৃতীয় ব্যাক্তির কাছে যাবেন না। কোন মাধ্যমের দরকার নেই ,আপনাদেরকে যতটুকু পারি সহযোগীতা করবো আমরা। আর আপনারা যত টাকা দিবেন তত টাকার স্লিপ নিবেন। উপস্থিতি সকলের উদ্দেশ্য করে বলেন আমার এ ম্যাসেস এলাকার সকলের কাছে পৌছে দিবেন।