ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশ বে-সরকারি শিক্ষক সমিতির মানববন্ধন


১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৮

ঝিনাইদহে ৩য় ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত সকল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

সেমাবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ বে-সরকারি শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার ৬ টি উপজেলার শিক্ষকরা অংশ নেয়। মানববন্ধনের চলাকালে বক্তারা বলেন, ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসকাবের সামনে শিক্ষকদের শান্তির্পূণ কর্মসূচি পালনকালে যে ৫ জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

সেসময় উপস্থিত ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসএমএন