দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগা মাঠ এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত (৩৫) এক ব্যাক্তি নিহত হয়েছেন।
রবিবার ( ৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কয়েক জন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনকারী চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গা চর থানার ওসি শাহীন ফকির জানান, তার শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান। ময়নাতদন্তের পর সঠিক বলা যাবে।
এসএমএন