শার্শায় বিদ্যুৎস্পর্শে নিহত ১

যশোরের শার্শায় বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ময়না খাতুন (৩১) নামে আরেক জন। রোববার (০৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন শার্শার নাভারন কাজিরবেড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং ময়না খাতুন একই গ্রামের আরজু রহমানের স্ত্রী।
জানা যায়, রোববার রাত ৮টার সময় উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের ভাড়া বাড়ীতে আরিফ খেলা করছিল। এ সময় বাড়ীর পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তারে অসাবধানতাবশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাড়ীর মালিকের স্ত্রী ময়না খাতুন দৌড়ে এসে একটি কাঠ দিয়ে বাড়ি দিয়ে ছেলেটিকে ছাড়াতে গেলে সেও আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি জানান, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে এবং আহত ময়না চিকিৎসাধীন আছে।
একেএ