ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত


৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০০

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিবাড়ি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোরশেদ আলী (৩২)। তিনি শ্রীবরদী উপজেলার চৈতাজানি পোড়াবাড়ি গ্রামের মৃত কমছের আলীর পুত্র।

স্থানীয়রা জানান, কালিবাড়ি বাজারে জাবেদ আলীর হোটেলের শ্রমিক মোরশেদ আলী রোববার সকালে হোটেলের সাঁটার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় মোরশেদ আলীকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।

একেএ