ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পাহাড়তলী গুদামে অগ্নিকাণ্ড


৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৮

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বার কোয়ার্টার এলাকায় তিনটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশন ও বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী প্রহ্লাদ কুমার সিংহ বলেন, রোববার দুপুরে পাহাড়তলীর বার কোয়ার্টার এলাকায় তিনটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন এবং বন্দর ফায়ার স্টেশন সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

একেএ