ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


দাফনের ১১ দিন পর জীবিত উদ্ধার


৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৫

যশোরের চৌগাছার পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার ও দাফনের ১১ দিন পর সাথী খাতুন নামে এক গৃহবধূকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার এসআই আমিরুজ্জামান জানান, ২৯ আগস্ট রাতে যশোরে সরকারি সিটি কলেজের পুকুর থেকে ব্যাগ ভর্তি তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরদিন ৩০ আগস্ট আমজেদ আলী লাশটি তার মেয়ের বলে সনাক্ত করে দাফন করে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। এ হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করে গোপন সূত্রে জানতে পারে সাথী হত্যা হয়নি জীবিত আছেন ।

পরকীয়া করে প্রেমিকার সাথে পালিয়ে থাকা এই গৃহবধূকে রোববার (৯ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার ইছালির এক আত্নীয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে।

এসআই আমিরুজ্জামান আরো জানান, ভোর রাতে থেকে অভিযান চালিয়ে সাথীকে থানায় এনে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা খুলে বলে।

সাথী জানিয়েছে, পুলিশ ও এলাকাবাসীর চোখ ফাঁকি দিতে এই হত্যার নাটক সাজানো হয়।

সাথী  উপজেলা চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এসএমএন