ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


খালেদার জীবন নিয়ে উৎকণ্ঠায় নেতাকর্মীরা: রিজভী


৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় দলীয় নেতাকর্মীরা এমন মন্তব্য করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার (০৯সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এতটাই গুরুতর অসুস্থ যে, তার বাম হাত ও পা প্রায় অবশ হয়ে যাচ্ছে। চলফেরা দুরের কথা, তিনি উঠে দাঁড়াতেও পারছেন না।

গতকালও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যকে উদ্দেশ্যে করে তিনি বলেন, কারাকর্তৃপক্ষ ও আপনাদের কথা একই সুরে গাঁথা । আপনারা বলছেন বেগম জিয়া ততটা অসুস্থ নন। আপনারাই বলেছেন বেগম জিয়া পূর্বে যেসব রোগে ভুগতেন এখন সেসব রোগেই তিনি ভুগছেন। আওয়ামী লীগ নেতা ও কারাকর্তৃপক্ষের বক্তব্য বেগম জিয়ার অসুস্থতাকে তাচ্ছিল্য করা হচ্ছে, যা চরম অমানবিকতারই এক নিষ্ঠুর বহি:প্রকাশ। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে হানিফ ও কারা কর্তৃপক্ষের বক্তব্য নিষ্ঠুর রসিকতা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নিঃশেষ করে দিতেই সরকার তাকে চিকিৎসা না দিয়ে নিষ্ঠুর ও অমানবিক পথ বেছে নিয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং সবশেষে আইনজীবীরা তাকে বাঁচানোর জন্য অবিলম্বে ইউনাইটেড হাসপাতাল অথবা বেসরকারী বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য জোর দাবি জানিয়েছেন। কিন্তু এখনও সরকার ও কারা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কারাগারে বেগম খালেদা জিয়ার কোন চিকিৎসা দেওয়া হচ্ছে না।

এছাড়া, কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয় আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকেল ৩টায় সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

আইএমটি