নেত্রকোনায় পাইপগান ও হেরোইনসহ চিহিৃত সন্ত্রাসী গ্রেপ্তার

নেত্রকোনার ১৫ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশি পাইপগান, দুইটি কার্তুজ ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
রোববার (০৯ সেপ্টেম্বর) ভোরে শহরের চকপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে চিহিৃত সন্ত্রাসী সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ত্রাসী সোহেলকে আদালতে পাঠানো হবে।
আইএমটি