ডাকাতের গুলিতে ডাকাত খুন

ডাকাতির মালামাল ভাগাভাগির দ্বন্দ্বের ডাকাতদের গুলিতে জাকারিয়া জাকির নামে এক ডাকাত নিহত হয়েছে ।
রবিবার (৯ সেপ্টেম্বর) ভোরে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হক। ওসি আব্দুল হক জানান, রবিবার ভোরে উপজেলার মর্দাসাদি এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের পাশ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত জাকির ডাকাত দলের সক্রিয় সদস্য।
এসএমএন