ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


নদী হত্যা মামলার ৩ নং আসামি গ্রেপ্তার


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৭

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার তালিকাভুক্ত ৩ নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কামান্ডার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শামসুজ্জামান নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মার ম্যানেজার। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সময় সে উপস্থিত ছিলো। গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরে বাসায় প্রবেশের মুহূর্তে নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নদীর মা বাদী হয়ে নদীর সাবেক স্বামী ও শ্বশুরসহ ৩ জনের নাম উল্লেখ করে করে থানায় মামলা করেন।

পরে এ ঘটনায় নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে এখনও গ্রেপ্তার হয়নি নদীর সাবেক স্বামী রাজিব হোসেন।

এসএমএন