ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পিতাকে খুন করলো পুত্র


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৩

পাবনায় সদর উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে মামুন (২২) নামে এক মাদকাসক্ত যুবক এ ঘটনা ঘটায়।
আতাইকুলা থানা পুলিশের ওসি (তদন্ত) কামরুল ইসলাম বলেন, রাতে পিতা আব্দুল হানেফ (৬০) এর কাছে টাকা চেয়ে না পাওয়াতে কুপিয়ে হত্যা করেছে।

গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল নিলে দায়িত্বপালনকারি ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এসএমএন