ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জ থানার ওসিকে এপিবিএনে বদলি


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৭

ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খানকে জনস্বার্থে এপিবিএন হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। সেখানে যোগদানের উদ্দেশ্যে শনিবার (০৮ সেপ্টেম্বর) রাতেই তিনি কালিগঞ্জ থানা ত্যাগ করেছেন।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ওসির বদলি উপলক্ষে রাত ১০টার দিকে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান, সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই অমিত কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিদায়ী বক্তব্যে ওসি তার এক বছর দুই মাসের কর্মকান্ডের কথা তুলে ধরেন। এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।

থানা সূত্রে আরো জানা যায়, ওসি মিজানুর রহমানের স্থানে এখনো নতুন কেউ যোগদান করেননি। রাতেই তিনি ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করে কালিগঞ্জ থানা থেকে বিদায় নেন।

আইএমটি