ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বোনের বাসায় বোন খুন


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৮

বোনের বাসায় বেড়াতে গিয়ে সিমা আক্তার নামে এক কিশোরী খুন হয়েছে ।

শনিবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ঘটনাটি ঘটে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেছেন, গত ৩০ আগস্ট টঙ্গীতে বড় বোন তাসমিন আক্তারের বাসায় বেড়াতে আসে সিমা। এরপর শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়িটির ছাদে থেকে মামাতো ভাই সোহেল মিয়া সিমাকে ডেকে নিয়ে যায়। এরপর সিমা বাসায় ফেরেনি।
পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিমার মামাতো ভাই সোহেল মিয়া পলাতক রয়েছে।

অনেক খোঁজাখুজির পর টঙ্গীর একটি হাসাপাতালে গিয়ে ছোট বোনের মরদেহ দেখতে পান বড় বোন তাসমিন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই রমজান বলেন, ধারণা করা হচ্ছে সিমাকে ধর্ষণের পর খুন করেছে মামাতো ভাই সোহেল মিয়া।

এসএমএন