ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


উখিয়া থেকে সৌদি প্রবাসী নিখোঁজ


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৫

গত ১৫ আগস্ট নোমান নামে এক সৌদী প্রবাসী তার বন্ধুদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি উখিয়া থানায় জানানো হলেও নিখোঁজের ২৫ দিনও সন্ধান মেলেনি ওই সৌদি প্রবাসীর।

নোমানের বড় ভাই নাজিদ বলেন, নোমান তার বন্ধু মিজান, আল আমিন, আমির, সিরাজী, জাহাঙ্গীর, মিনহ‌াজসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পিকআপে ত্রাণ সহায়তা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দিতে যায়। তারা ত্রাণসামগ্রী আর্মি চেকপোস্টে জমা দিতে গেলে সেখানকার কর্তৃপক্ষ উখিয়া ইউএনও অফিসে থেকে ক্লিয়া‌রেন্স পেপার নি‌য়ে আস‌তে বলে। ক্লিয়ারেন্স পেপার নিয়ে ফেরার পথে সে নিখোঁজ হয়েছে।

আইএমটি