অসামাজিক কার্যকালাপের অভিযোগে কলেজছাত্রীসহ আটক ১৪১

গাজিপুরে অসামাজিক কার্যকালাপ হয় এমন হোটেলগুলোতে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে কলেজ ছাত্রীসহ ১৪১জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন নারী ও ৬৮ জন পুরুষ।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। নতুন পুলিশ সুপার শামসুন্নাহার যোগদানের পরপরই তার নির্দেশে অভিযান পরিচালিত হয়।
টঙ্গি থানার ওসি কামাল হোসেন জানান, টঙ্গির আবাসিক হোটেলেগুলোতে রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ জন কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের শুক্রবার (৩১ আগস্ট) সকালে বিশেষ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে একই সময়ে হোতাপাড়া এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কলেজছাত্রীসহ ২১জন আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে।
প্রসঙ্গত, গাজিপুরে আবাসিক হোটেলেগুলোতে অসামাজিক কার্যকালাপের অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মাঝেই পুলিশ এ সকল হোটেলগুলোতে অভিযান পরিচালনা করে।
আইএমটি