ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বরগুনায় সাক্ষরতা দিবস পালিত


৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৭

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’প্রতিপাদ্য এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসনের আয়োজ ও বেসরকারি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের সহযোগিতায় পালিত হলো শনিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরগুনার ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক জনাম মো:নুরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো:কফিল উদ্দিন সরকার, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিসেস পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমূখ।

এসএমএন