ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মুজিবনগরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার


৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৩

মেহেরপুরের মুজিবনগরে পিস্তলসহ হায়দার গাজী (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। হায়দার উপজেলার শিবপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।

দুপুরে প্রেস ব্রিফিং করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামে হায়দার গাজীর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার ঘর থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল জব্দ করে পুলিশ। আটকের নামে মুজিবনগর থানায় একটি ডাকাতি, দু’টি বিস্ফোরকসহ চারটি মামলা রয়েছে। আটক হায়দার এলাকার চিহ্নিত ও মুজিবনগর থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী বলে জানায় পুলিশ। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

আইএমটি