ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সাবেক স্পিকারের পরিবার রাস্তা সম্প্রসারণে কোটি টাকার জমি ছাড়লেন


১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২০

সাবেক স্পিকারের পরিবার রাস্তা সম্প্রসারণে কোটি টাকার জমি ছাড়লেন

সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের সদস্যরা রাস্তা সম্প্রসারণের জন্য নিজেদের বাড়ির দেয়াল ভেঙে দিয়েছেন।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পর এবার সিলেট নগরীর রাস্তা সম্প্রসারণের জন্য কোটি টাকা মূল্যের ভূমি ছেড়ে দিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবার।

রবিবার হুমায়ূন রশীদ চৌধুরীর ভাতিজা ইমরান রশীদ চৌধুরী সিলেট নগরীর আম্বরখানায় তার বাসার দেয়াল ভেঙে রাস্তার জন্য প্রায় সাড়ে ৫শ' বর্গফুট ভূমি ছেড়ে দেন। পরে ইমরান রশীদ চৌধুরীকে সাথে নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাড়ির (রশীদ মঞ্জিল) দেয়াল ভাঙার কাজ শুরু করেন।

এ সময় মেয়রের সাথে ছিলেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও উপ সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমদ তানিম।

এর আগে, নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আবদুল মোমেনের বাসভবন হাফিজ কমপ্লেক্সের দেয়াল ভেঙে প্রায় কোটি টাকার ভূমি ছেড়ে দেয়া হয় রাস্তা প্রশস্তকরণের জন্য। রাস্তা প্রশস্তকরণের জন্য এই স্বতঃস্ফূর্ততা সারাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

জনস্বার্থে রাস্তার জন্য সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর পরিবার তাদের মূল্যবান ভূমি ছেড়ে দেয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন শুধুমাত্র নগরভবনের পক্ষে করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিক সমাজের সহযোগিতা। সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর ভাতিজা ইমরান আহমদ চৌধুরী বাসার মূল্যবান জায়গা ছেড়ে দিয়ে যে উদারতার পরিচয় দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।