চলনবিলে যুবকের বস্তাবন্দি লাশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের রুহাই গ্রাম থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আনারুল ইসলাম জানিয়েছেন, রাতে চলনবিলের একটি বস্তা পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। কবর পেয়ে পুলিশ বস্তাটি তীরে উঠিয়ে তার ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। তবে লাশটি কেউ সনাক্ত করতে পারেনি।
পুলিশের ধারণা, হত্যার পর লাশটি বস্তাবন্দি করে বিলের পানিতে ফেলে দেওয়ায় পানিতে ভাসতে ভাসতে রুহাই গ্রামে চলে এসেছে।
এসএমএন