ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৫

ফাইল ছবি

রংপুর নগরীর জলকর এলাকার ঊষা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জহুরুল ইসলামরে (৩৮) বিরুদ্ধে স্কুলের একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশুদের অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল থেকে বিক্ষুব্ধ লোকজন তাকে অবরুদ্ধ করে রেখেছিল।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক এবং জলকর এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিল। অনেকেই ভয়ে মুখ না খুললেও ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী বুধবার বিষয়টি তাদের বাবা-মাকে জানায়। এতে বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

/আনু