আলোচিত শিশু ইমন হত্যায় চার আসামির ফাঁসির আদেশ

সুনামগঞ্জের ছাতকে শিশু ইমন হত্যার ঘটনায় চার আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলো ছাতকের ব্রাহ্মণজুলিয়া গ্রামের মসজিদের ইমাম সুয়েবুর রহমান সুজন (২৮), নোয়ারাই গ্রামের জায়েদ আহমদ (২৭) ও রফিকুর রহমান (৩৩)। রায়ের ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়।
তবে এ মামলার আসামি বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ (২৪) মামলার শুরু থেকেই পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
২০১৫ সালের ২৭ মার্চ আসামিরা ইমনকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এরপর শিশুটিকে তারা হত্যা করে। ওই বছরের ৮ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাসস্ট্যান্ড থেকে ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শিশু ইমনের লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।
নতুনসময়/আইএ