ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


সিলেটে ঘাতক বাস কেড়ে নিল নানি-নাতনির জীবন


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০

প্রতিকি

সিলেটে সড়ক দূর্ঘটনায় নানি নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে অটো রিকশায় ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। নানিত নাতনী অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- নানি ফরিদা বেগম (৪৫), তার ৯ মাস বয়সী নাতনি আফরোজা বেগম তিশা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অটোরিকশায় পাঁচজন যাত্রী সিলেট শহর থেকে ফেঞ্চুগঞ্জে যাচ্ছিল। পথে হাজীগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে বিপরীতমুখী মিনিবাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।