ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


গাজীপুরে কে‌মিক্যাল কারখানায় আগুন


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৯

প্রতীকি ছবি

গাজীপুরের পূবাইল থানার মিরেরবাজার করমতলা এলাকায় এক‌টি কে‌মিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়া‌রি) সন্ধ্যা ৬টার দি‌কে কারখানায় আগু‌নের সূত্রপাত হয়। পরে খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের দু‌’টি ইউ‌নিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্র‌ণে নিয়ে আসে।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ওয়্যার হাউসের পরিদর্শক কবির হো‌সেন বলেন, মি‌রেরবাজার করমতলা এলাকায় এক‌টি কে‌মিক্যাল কারখানায় আগুন লা‌গে। প‌রে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের দু’‌টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন। ত‌বে আগুন পু‌রোপু‌রি নেভা‌নোর কাজ এখনও চল‌ছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি এখনও জানা যায়‌নি।