ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জে ট্রাক চাপায় আঃলীগ নেতা নিহত 


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫১

প্রতীকি ছবি
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার নামক স্থানে ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৪) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহীন রেজা জানান, মঙ্গলবার সকালে উল্লেখিত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরের দিকে মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
 
নতুনসময়/রাজীব/ইমরান