গোপালগঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী একটি লোকাল বাস (ঢাকা মেট্রো চ-৫৯১৯) খানারপাড় ব্রিজ পার হওয়ার পর বাসের ইঞ্জিনে শব্দ হয়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত আবদুল মাজেদ মোল্লার ছেলে নুরুল ইসলাম (৪০) এবং কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের শহিদ মোল্লার মেয়ে মোমেনা বেগম (২৫)। নুরুল ইসলাম বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
/আনু