সড়ক দুর্ঘটনায় পটিয়াতে নিহত এক, আহত এগারো

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়াতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রোববার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ার দিঘীর পাড় এলাকায় একটি বাস ও হাইস মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।
/এ আই